-
ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং কি
আজকের বিষয়ে আমি আপনাদের মা্ঝে গুরুত্বপুণ অনলাইন ইনকাম বিষয়ে কথা বলার জন্য ব্লগ টিপস ।
তথ্য প্রযুক্তির প্রসার যত বাড়তেছে ততো ইন্টারনেটের প্রসার আরো দ্বিগুণ সাড়া পৃথিবীতে পৈীঁছে যাচ্ছে । কিন্তু আগে মানুষ তাদের মার্কেটিং যাত্রা শুরু করেছে বিভিন্ন উপায়ে ।
যেমন তাঁরা ব্যানার ছাপিয়ে বা মাইকিং করে ও এডভেটাইজ করে তাদের মার্কেট কে পরিচিত করতো মার্কেটে ।
তখন এইভাবে ছাড়া কোনো উপায় ছিলো না্ ।
কিন্তু বতমান ইন্টারনেট এর অগ্রগতির কারনে বড় বড় কোম্পানি গুলো অনলাইনে এডভেটাইজিং করে কাজ করছে ।
অর্থ্যাৎ ডিজিটাল মার্কেটিং কী সেই সর্ম্পকে আগে জানতে হবে ।
এ্কটা প্ল্যাটফম সাথে পরিচিত না হলে কাজ করা যাবে না । তাই আপনাদের সব তথ্য দিয়ে সহযোগিতা করব ।
তাই বতমা্ন ইন্টারনেট ব্যবসায় শাখার সবচেয়ে বড় ও উন্নত শাখাটির নাম হলো ডিটিাল মার্কেটিং । আজকের এই বিষয় ব্লগ আটিকেল মাধ্যমে ডিজিটাল মাকেৃটিং কী ।
এবং এই মার্কেটিং কী ভাবে সমৃদ্ধ করবে ও দ্রুত উন্নত করা যায় । এ বিষয়ে কথা বলবো ।
ডিজিটাল মার্কেটিং বলতে কী বুঝায় :
আমরা যারা ডিজিটাল মার্কেটিং কাজ করি , কিন্তু মাকেটিং লাইন বুঝিনা ।
ডিজিটাল মার্কেটিং বলতে অনলাইনে যারা পণ্য বা সার্ভিসের বিজ্ঞাপণ প্রচার করে তাকে আমরা ডিজিটাল মার্কেটিং বলি ।
এবং মার্কেটিং হতে পারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা গুগল সাচ ইঞ্জিন অপটিমাইজেশন মাধ্যমে ও ইমেইল মার্কেটিং এর মাধ্যমে ।
-
ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং কি
তাই মার্কেটিং এর জন্য ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আপনার পণ্যর প্রতিষ্টান ও ব্র্যান্ডের প্রচারকে বোঝায় ।
তাই বতমান ইন্টারনেট এর সঙ্গে ডিজিটাল মার্কেটিং প্রসার ঘনিষ্ঠ ভাবে যুক্ত হয়েছে ।
যেমন ,ইউটিউব , গুগল ও বিভিন্ন ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বিজনেস বেশি করা হয় ।
ডিজিটাল মার্কেটিং প্রয়োজনীয়তা :
অর্থ্যাৎ ডিজিটাল মার্কেটিং করার জন্য প্রচুর অথের প্রযোজন আাছে ।
কিন্তু ডিজিটাল মার্কেটিং না হলে কোনো কোম্পানি বিজ্ঞাপণ চালাতে পারতো না । বিজ্ঞাপণ দিতে হলে আপনাকে প্রচুর ডলার খরচ করতে হবে ।
তাই প্রচুর ডলার খরচ এবং কোম্পানি গুলো তাদের ব্যক্তিগত বিজ্ঞাপণ চালানোর জন্য মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করছে ।
ডলার খরচে বিজ্ঞাপণ চালানোর ফলে অনলাইনে সঠিক লোকদের সামনে পৈীঁছায় । যা কখনো এভাবে পৈীঁছায় ণি ।
আপনাকে জেনে বোঝে ডিজিটাল মার্কেটিং করতে অবশ্যই সঠিক জ্ঞান থাকতে হবে ।
তাই আপনাদের বলবো যে ইউটিউব ডিজিটাল মার্কেটিং বিষয়ে অনেক ভিডিও রয়েছে ।
সেই সব ভিডিও দেখে মার্কেটিং বিষয়ে জ্ঞান অজন করবেন । ফ্রি ভিডিও দেখে ধারণা নেওয়ার পর আপনি অনলাইনে পেইড কোস ।
-
ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং কি
বা যেখানে এইটি সেন্টারে ডিজিটাল মার্কেটিং শেখানো হয় ।
আপনি ফুল ধারণা নিয়ে মার্কেটিং শুরু করবেন তখন এডভাইটেজিং ভালো করতে পারবেন ।
ডিজিটাল মার্কেটিং কাজের ভবিষ্যৎ :
ডিজিটাল মার্কেটিং ভবিষ্যৎ এর প্রসার আরো দ্বিগুণ বৃদ্ধি পাবে । তাই ডলার অথ ব্যয় করে এই সেক্টরে কাজ করতে হবে । কিন্তু ডলার খরচ করার পরও ভিডিও অন্য কোনো ব্যক্তির কাছে পৈীছায় না । তাই আপনাকে সঠিক এডভেটাইজিং করার ধারণা থাকতে হবে ।
এবং কম খরচে কি ভাবে পণ্যের বিজ্ঞাপণ দেওয়া যায় সেই বিষয় গুলো বেশি করে রিসাস করতে হবে ।কারণ ডিজিটাল মার্কেটিং টা একদিনের জন্য নহে । এর ভবিষ্যৎ প্রতিযোগিতা আরো বাড়বে ।
সঠিক ভাবে কাজ করলে সঠিক মানুষের কাছে চলে যাবে । তখন কোম্পানি বিক্রি প্রচুর বেড়ে যাবে ।
এই প্রসেস ব্যবহার করে বিজ্ঞাপণ দাতা কোম্পানি গুলো পণ্যের প্রচার না চালায় ।
পরবতীতে তারঁ অথ ব্যয় করে বেশি পণ্য বিক্রি করে তারা কোম্পানি ভালো মুনাফা আয় করতে পারবে ।
ফলে বতমান ডিজিটাল মার্কেটিং এর চাহিদা দিন দিন বেড়ে চলছে ।
আমার জানা মতে আপনি ডিজিটাল মার্কেটিং সহজে বুঝতে পারছেন ।
উপসংহার : তাই আমি আপনাদের বলতে চাই বতমান ডিজিটাল মার্কেটিং শিখাটা অত্যন্ত জরুরী ।
তাই আপনি ধৈয্য সহকারে ডিজিটাল মার্কেটিং শিখে রাখেন তাহলে, আপনার জন্য ভবিষ্যৎ
বাণী সুন্দর হবে ।কিন্তু ব্যপার যত সহজ বাস্তবায়ন করা খুবই কঠিন কাজ ।
লেখক , মো: ইউসুফ আলী মামুন